নিঃসঙ্গতার মাঝে দিন চলছিল কোনোক্রমে,
       তারপর…
তুমি এলে... মুগ্ধ আমি তোমার যৌবনে !
       আঁখি ভরালে ভাবনার রঙিন স্বপ্নে,
রুক্ষ জীবনের আস্তরণে ছিলো যা ধুলায় জমে-
       তোমার ওই বন্য হাসির উচ্ছলতা,
তোমার অনুপ্রেরণায় তোমায় নিয়ে লিখি কবিতা !!


এলোমেলো জীবনে আমার, একটু আলাদীনের স্পর্শ-
       খুঁজে পেলাম জীবনের পথ চলার নতুন ছন্দ,
বৈশাখের তপ্ত রৌদ্দুরের নিঃস্বঙ্গতায়,
       অচেনা ভিড়ের মাঝে তুমি এলে ঝর ঝর বর্ষা ধারায় ।।


জড়িয়ে তোমার আঙুলের ফাঁকে আমার আঙুল,
       গল্পে- আদরে কাটাতে ইচ্ছে করে কত অলস দুপুর,
যত যৌবন ভিড় করে আমার শরীরের মাঝে-
       বুকে জড়িয়ে তোমার শরীরের গন্ধ নেবো আমার নিঃশ্বাসে !


তোমার ওই চোখে অপলক নয়ন আমার,
       আমার চোখের মণিতে দেখো নিষ্পাপ মুখ তোমার !


ধীরে ধীরে সন্ধ্যা নামবে,
        তুমি বলবে 'ওগো যাই' - বলে, উঠতে চাইবে-


অচেনা পথের ধুলো মাড়িয়ে,
      দুটি আঙুলের ফাঁকে তোমার আঙুল জড়িয়ে
হাঁটবো আমরা দুজন একই পথ ধরে,
       গোধূলিবেলায় তোমার সাথে মিলিয়ে পায়ে পা ।
তোমাকে নিয়ে লিখছি গোধুলি মাখা এক কবিতা ।।


লিখেও সত্যি কি হতে পেরেছি তোমার কবি !
       তুমি যে আমার জীবনের জীবন্ত প্রতিচ্ছবি !!