আমি বর্ষার কদম হয়ে ফুটে রবো,
শরতের মেঘ হয়ে উড়ে যাবো,
অপেক্ষায় রয়ে যাবো বু্ড়ো বটগাছের মতো!
দেরি করে তুমি আসোনা যতো!
আমি হাঙ্গরের চোখের মতো চেয়ে রবো,
তীর্থের কাকের মতো অপেক্ষা করে যাবো,
শূন্য মরুভূমিতে একা হয়ে মরুচর;
তোমার অপেক্ষায় স্বপ্নে রচিবো ঘর।


হেমন্তের পাকা ধান ঘরে তোলা সারা,
পর্ণমোচী ঝরে ভরে গেছে পাড়া!
বসন্তী হাওয়ায় শিমুল ওই উঠেছে নেচে,
কৃষ্ণচূড়ার পাপড়িতে মেঠো পথ ঢেকে গেছে!
বয়ে বয়ে ক্লান্ত স্রোতস্বীনি ঐ;
তবু তুমি ফিরে এলে কই?