এক নদী জল বুকে করে, ছাতি ফাটে রোজ তৃষ্ণায়;
কি বিষম শূন্যতায়, কি যানি পাবার নেশায়।
সেই কবে একবার দেখেছিলাম-


তারপর কেটে গেছে অনেক বসন্ত ;
আমার অপেক্ষা ফুরায়নি আজও।
কি এমন হবে? এ ধরার পরে আর নাইবা তোমায় পেলাম!


এক আকাশ শূণ্যতা বুকে নিয়ে জেগে থাকি রোজ,
বলেছিলে আমায় আকাশের মত একা করে দেবে!
তবে আজও কেনো সে আকাশ জুড়ে তুমি নীল হয়ে থাকো ?
কেন ঘুম বা জাগরণে সেই প্রিয় নাম ধরে ডাকো?
কেনো রোজ আসো যখন তখন?
কেনো আমার পৃথিবীতে আজও তুমি রয়ে গেছো?
নির্লজ্জের মতন!
তুমি চলে গেলেই আমি আকাশের মত একা হবো।
বাকীটা পথ আমি নাহয়; সহস্রাব্দের বটের মতো নিঃসঙ্গ হয়েই রবো!


বছরের দীর্ঘতম রজনী, দীর্ঘতম দিবস সব গিয়েছে ফুরিয়ে;
আমি একা আজ অনেকটা পথ এসেছি মাড়িয়ে!
একসময় মন খুব উথলা হতো,
এখন সে বুঝতে শিখেছে, দিন গিয়েছে যত!
জীবনে সব চাওয়া যে পাওয়া হয় না।
তাই আমার এ জন্ম কেটে যাবে তুমি হীনা!!