কত শত বেদনা জমে আছে বুকে,
রোজকার কত অভিমান।
ভুগছি কতকাল ধরে হৃদয়ের অসুখে,
আজও পাইনি পরিত্রাণ।


কলার পাতার মতো গাড় রঙের শাড়ি,
সুতোয় বোনা হাজারো স্বপ্নের খোঁজে;
ঘোমটার তলে মুখখানা রাঙা!
জড়ায়ে দিয়েছিলে নিজে।


আজও পথ চেয়ে  বসে আছি-
আসবে বলে ফিরে!
দু'হাতে সাজাবে আবার, রাঙাবে আলতায়;
ভাঙাবে অভিমান!
বুঝবো কিভাবে থাকতে আসনি তুমি,
শুধু ক্ষনিকের সুধা পান!
হঠাৎ দিয়ে যাবে আড়ি,
খুলে নেবে সেই হরিদ্বর্ণ শাড়ি!


হৃদয়ের বসন্ত নিয়েছ কেড়ে!
মুছে গেছে দু'চোখের স্বপন।
আমারে দিয়েছ যে রিক্ত করে।
বিষাদে ভরে গেছে গোটা জীবন।
কলিজার ভেতরে জমেছে কত কষ্ট; দীর্ঘঃশ্বাস!
রাগ জমে জমে হয়েছে ক্রোধের পাহাড়।
ক্রোধ জমে জমে কি হয়?
শান্ত স্রোতস্বীনি হয় আগ্নেয়গিরি?
জলন্ত লাভা ধারণ করে বুকে!
যদি হঠাৎ হয় উদগীরণ?
পুড়ে হয় ছারখার?
ভালবাসা কি কেবলই ধ্বংস?
কে দেবে এই প্রশ্নের উত্তর!?


পতঙ্গের মতোই বুঝি একদিন প্রেমে পড়েছিলাম তার!
ক্ষনিকের সুধা লিপ্সায় যে গড়েছে প্রবঞ্চনার পাহাড়!
অবাক বিস্ময়ে নিশ্চুপ দেখি তার কত শত মিথ্যে যুক্তি; অযুহাত!
হৃদয়ের মাঝে চেপে রাখি ভীষণ অগ্নুৎপাত।
আত্মরতির তরে যে বিত্রপ অন্যরে করে ছলনা,
তার তরে আজ এই প্রাণে জাগে করুণা; ঘৃণা!