আমি স্রোতস্বীনি, বয়ে চলি নিরন্তর ধারা
আমি উল্কার মতো বেগতিক ছুটে চলি ত্বরা।
আমি ফিনিক্স, জেগে উঠি আগুনের ভস্ম থেকে
আমি উন্নত মস্তক তবু বৃক্ষের মতো মাথা রাখি ঝুঁকে।
আমি পাতাল ফুড়ে উঠে স্ফুরণে ঘুরে দাড়াই  
আমি দৃঢ় চিত্তে; আত্মবিশ্বাসে থেকে যাই।
আমি দমে যাই না, দম নিয়ে আবারো শুরু করি
আমি বুক চিতিয়ে নিঃশ্বাস নিয়ে ফুসফুস পূর্ণ করি।
আমি হোচট খেলেও উঠে দাড়াই
আমি অক্লান্ত করি লড়াই।


আমি এক হাতে নিয়ে পুষ্প অন্য হাতে ধরি রণতূর্য
আমি প্রিয়তমকে বুকে নিয়ে শত্রুকে করি ধ্বংস।
আমি আগ্নেয়গিরি, বয়ে চলি জলন্ত লাভার উত্তাপ
আমি সাইবেরিয়ার মতো ধারণ করি শৈত্য।
আমি মারিয়ানা ট্রেঞ্চ, আমিই এভারেস্ট
আমি পৃথ্বীর মতো ঘূর্নায়মান, শৈলের মতো নিরেট।
আমি সূর্যের মতো ছড়াই উত্তাপ, চাঁদের মতো দেই শীতলতা
আমি আকাশের মতো উদার, সমুদ্রের বিশালতা।


আমি মহাপ্রলয়, আমি শান্ত প্রকৃতি
আমি দুর্গম মরু মহারণ্য, আমি সমতল ক্ষিতি।
আমি অমৃত, আমি হলাহল
আমি বিপদে সদা অবিচল।
আমি ধৈর্য, আমি শক্তি
আমি আমারেই দেই মুক্তি।
আমি ভূমি ফুড়ে জেগে উঠি,
আমি সিন্ধু সেচে মুক্তা আনি।
আমি হেরে যাই, আমি ঘুরে দাড়াই
আমি ছুটে চলি কোনো দ্বিধা ছাড়াই।
আমি দুর্বার রণচণ্ডী
আমি বিশ্বব্রহ্মাণ্ডরে করেছি নিজ গন্ডি।
আমি বিস্তার, আমি ক্ষয়
আমি প্রতিকূলতা করি জয়!