আজও মুড়ে যাই ব্যাথায়..
ভাষা নাই এই যন্ত্রণা বোঝাবার।
কেমনে ভোলা যায়?
পুরাতন সে কথা!
কেমনে বাঁচা যায় স্বস্তি নিয়ে?
আর কত দিন নিশ্বাস গলার কাছে দলা পাকিয়ে
দম বন্ধ হয়ে আসবে?
কেনো তার প্রতারণা মেনে নিতে পারিনা আজও?
যখন দুচোখে দেখি তার স্বতঃস্ফুর্ত স্বাভাবিক যাপন!
কিছুই হয়নি, এমন নির্লিপ্ততা!
যখন সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যায় করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সবখানে।
সকল অপরাধ অস্বীকার করে আজও যে নিজের মাহাত্ম্য জাহির করে!
সত্য আর মিথ্যা যে এক পাল্লায় মাপে!
যার সামনে তার সকল খোলস উন্মোচিত, তার সামনেও সে খোলস ধারণ করে কি সুখ পায়?
নিজের সত্য স্বীকার করতে যে ভয় পায়!
যে অন্যায় লুকিয়ে বাঁচে,
তবু পিছনে ফিরে একবারও দেখে না কতখানি ধ্বংস করে দিয়ে গেছে..
তখন তাকে পৃথিবীর সকল ঘৃণা করার পরেও মন থেকে কেনো মুছে ফেলতে পারিনে?
কেনো তার অনুভূতি আজও চোখ জলে ভরে তোলে?
স্বপ্ন দেখিয়ে যে ভেঙে দিয়েছে,
কেনো আজও চিন্তারা তাকে ঘিরে বাঁচে?
কেনো সে এখনো রোজ নিয়ম করে অন্তত দু'বেলা কাঁদায়?
কেনো রোজ রাতে আসে সে?
কেনো যন্ত্রণা ফুরায় না তার তরে?
সে যদি সব ভুলে বুক ফুলিয়ে গর্বিত মস্তকে ঘুরে বেড়াতে পারে!
তবে কেনো আজও কাতড়াই?
কেনো তার মতো সব ছুড়ে ফেলতে পারিনে দূরের আস্তাকূড়ে?
কেনো পোড়া মন নিজেকে বলতে পারে না?
আজ থেকে মেনে নিলাম সব।।
বেঈমানী যদি তার ভূষণ হয়, তবে তাই হোক।
প্রতারণা যদি কারো লহুতে মিশে থাকে তবে তাই সই।