বৎসরের দীর্ঘতম রাত কেটে যায়!
কেটে যায় সুদীর্ঘ দিবস।
আমি তার বিরহে নিঃশেষ হয়ে যাই!
বিষম শূন্যতা করে নেয় গ্রাস।
বয়ে চলি কি এক অদ্ভুত অতৃপ্ত তিয়াষ!
আমারে ছেড়ে নিঠুরিয়া তুই কোনখানে লুকাস?


নিষিদ্ধ প্রেম বয়ে বয়ে হয়েছি ফেরার!
তবু কি স্বীকৃতি মিলেছে একটিবার?
শীত কুয়াশায় মিশে, হয়েছি রোজ নিখোঁজ!
হৃদয় কেনো বিলীন হলো; কে করেছে খোঁজ?


শ্যামের মুরলী যদি কেবলি প্রাণে তোলে করুণ বেহাগ!
না যদি রয় তাতে প্রণয়ের সোহাগ!
তৃষ্ণার জল; লাগে হলাহল।
কে চায় বল;
ইদুরের মতো লুকিয়ে বাঁচা যে জীবন?
বেচে থাকার কি দায়? যদি ফুরোয় সঞ্জীবন!
বিস্তৃত প্রান্তরে-এত কোলাহলে; কি নিঃসঙ্গ!
তার সপ্ত কান্ড রামায়ণে খুজে ফিরি নিজ অস্তিত্ব।


কেনো জুড়োয় না আত্মার দহন?
কেনো আয়ু ফুরোয় তার বিহন?
লেখা আছে যার নাম হৃদয়ের প্রতি পরতে;
কেনো পাইনা তারে একটিবার ছুঁতে?
প্রতিটি স্পন্দন করে শুধু তারই আকাঙ্খা!
আমারে যে দিয়েছে কেবল এক মুঠো অপেক্ষা।