আঙ্গুলে আঙ্গুল ভরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে;
শরীর ছোয়ার বাহানা!
মুখে ভালোবাসি বলে, মুখোশের অন্তরালে;
পুরোটাই ছলনা!
কেউ শিউলি ফোটা ভোরে কদমের তলে
দাড়িয়ে থাকে অপেক্ষায়!
কেউ ভৃঙ্গরাজের তোড়া নিয়ে হাজির হয়;
জানেনা সবই অপচয়!


চামরার দেহে গাল, চোখ আর অধর ছুতে পারে সকলে,
চামরার তলে হৃদয়টা পরে থাকে অবহেলে!
কাজল টানা চোখতো সব নররে টানে,
কাজল দিয়ে লেখা ভাষা পড়তে কজন জানে?
ছলনার জালে জড়িয়ে কেউ দিয়ে যায় শুধু মিথ্যে আশা!
তবু কবাটের এপাশে আর ওপাশে বদলায় প্রেমের ভাষা!
বদলে ফেলে পোষাক, সাথে বদলে ফেলে কথা,
নিপুণ ভাণে হৃদয় পিষে, দিয়ে যায় ব্যাথা!
খেরো খাতায় টেনে এনে প্রণয় বানায় সস্তা!
প্রেম মুচড়ে ফেলে রাখে! ভীষণ দুরাবস্থা!
একটি ফুল ছেড়ার আগে দু'বার ক'জন ভাবে?
একটি ঝড়ে গেলেই বুঝি আরেকটি ফুটবে?


ঊর্ণনাভের জাল বুনে কেউ ছিড়ে নেয় প্রাণ,
ফুলের ওপর প্রেমিক সেজে শুনিয়ে যায় গান!
ফুল ফুলে যে শুধু মধু করে পান,
সেই মুখে প্রেমের কথা বড্ড বেমানান!!