বুকের ভেতর বয়ে গেছে অভিমানের ঢেউ
কখন ঝড়ে ভাসিয়ে নিয়েছে সব
জানতে পারেনি কেউ।
কখন থেমেছে কলরব,
সব হয়েছে নীরব;
খেলাচ্ছলে ভেঙে গেলো আমার খেলাঘর!
আপন হবার আগেই সে জন হয়ে গেল পর।
হৃদয় ভেঙে টুকরো হলো হঠাৎ বজ্রপাতে,
আলতার রঙ ধুয়ে গেলো হৃদয়ের রক্তস্রোতে।
বেনি করা চুল ফাস হয়ে রুদ্ধ করেছে কন্ঠস্বর,
শিমুলের লাল রুধির; রচনা করেছে উপসংহার।


যত ছিল অলীক আবদার,
সেই সাথে দেয়া সব উপহার;-
ছেড়া কাগজের টুকরোয় লেখা চিরকুট,
ঠাকুর মশায়ের কবিতার বই,
হাতঘড়ি, ফাউন্টেন পেন
আর বুনোফুল কয়েক ডজন;
শিবসার জলে সব দিয়েছি বিসর্জন।।