কী একাকী শর্বরী! কি নিঃসঙ্গ দিবস!
কিসে মেটে তারে পাবার আশ?
বক্ষ ফাটে কেবলি অতৃপ্ত তিয়াশে!
কত আলোকবর্ষ দূরে লুকায় সে?


কেন সে জানেনা? তারে বিহন
হৃদয়ে লাগে কি যে দহন!
ফেলে যাওয়া গান,
জমানো অভিমান!
ভাঙাচোরা স্মৃতি,
তার প্রেমের কাকুতি ;
বিধে আছে বুকে!
মরি রোজ হৃদয়ের অসুখে।
আমার দেয়ালে, কার্ণিশে,
রাত ঘুমে, ভোর শীতে,
আলগোছে কম্বলে,
সে যে মিশে আছে নিভৃতে।


বুকেতে চেপে গোপন দীর্ঘশ্বাস!
বেপরোয়া পরাণেরে দেই বনবাস।
শরীরের গন্ধ খুজে ফিরে আজো হই বিবশ!
গলার কাছে আটকে আসে দম।
মনে হয়; মনে হয়-
এক ছুটে চলে যাই তার কাছে।
মনে হয় হঠাৎ যেয়ে হেঁচড়ে দেই তার গাল।
জাপটে ধরি বুকের মধ্যে!
খামচে ধরি দুবাহু! আর বলি-
তুই শুধুই আমার।