হঠাৎ এক ডিসেম্বরে,
বর্ষা এলো খুব ভোরে!
তুমি ছাতা ছাড়া ভুল করে,
এলে মম দোরগোড়ে!!


ছিলে আমার কত আদুরে,
মিশে ছিলে সবটা জুড়ে।
চলে গেলে হঠাৎ ছেড়ে।
দূর দেশে একেবারে!
মিলিয়ে গেলে ভীষণ ভিরে।
খুজে নিয়ে অন্য কারে,
গান বেধেছ তার সুরে।
ভালোবাসো নাকি তারে?
বৃথাই মরি হাহাকারে!
বিরাণ এক নদী চরে,
ফেলে গেলে একা মোরে।
এলে না তো আর ফিরে।
বিহঙ্গেরা গেল উড়ে!
কেঁদে মরি শূন্য ঘরে।
ক্ষয়েছে হৃদয় কুড়ে কুড়ে।
তবু বেঁচে আছি যাইনি মরে।
সকল লোকের অগচরে,
ভাবছি বসে গেছি হেরে।


এত দেশ ঘুরেফিরে,
আজ আবার অবসরে,
কেনো এলে এই নীড়ে?
আমার হৃদয়ের দেখো চিড়ে,
নেই কোনো দামী হিরে।
পুরোনো পাল গেছে ছিড়ে।
তোমা ফেলে এসেছি দূরে।
বাঁচি না আর তোমা ঘিরে।
অন্তর আর যায় না পুড়ে।
হৃদয় তোমার খুব পাথুরে।
কাঁদি না আর তার তরে।
তবু কেনো এলে ধিরে?