আবার ফাগুন এসে গেলো
শুধু তুমি এলে না।


কেউতো জানে না!
সারাটি বিকেল জানালায় দাড়িয়ে একেলা,
কার কথা ভেবে কাটে বসন্তের বেলা।
কারে দেখার ইচ্ছা লুকিয়ে সংগোপন;
দক্ষিনের বাতাসে হাহাকার করে ওঠে মন।
ইচ্ছে সকল লুকিয়ে রাখি খুব গোপন।
ওই হাওয়া দূর হতে তাজা ফুলের সুবাস বয়ে আনে।
আমার প্রাণের ভোমর লুকিয়ে কোথায় কে জানে!
অপেক্ষাতে বহু যুগ ধরে তবু পথ চেয়ে রই!
বসন্ত এসে ফিরে যায়। সে আসে কই?


আজ প্রলয়োল্লাসে মেতে ওঠে ধরণী।
তবু এলোমেলো রয় কারো সীমন্তিনী!
লাল সিদুরে রাঙা দেখি কৃষ্ণচূরা পলাশ।
এত রঙের মাঝেও তবু একটা মনের মেটে নাতো আশ!
ফুলে ফুলে প্রজাপতি নিচ্ছে লুটে মউ।
একটা রঙিন প্রজাপতি ওড়ে না কেনো, জানে নাতো কেউ!
বাতাসে ভেসে আসে হাজার ফুলের ঘ্রাণ।
তবু একটি দেহের ঘ্রাণের লাগি অস্থির হয় কারো পরাণ!


দূর পাড়াতে বসতি তার! ফসল ভরা মাঠ।
এ পাড়াতে একলা থাকি! শূন্যতা বিরাট।