ও আমায় দিয়েছে সোনায় মোড়ানো তারুণ্যের
উদ্যামতায় ভরা সেই চঞ্চল দিনগুলি!
অথচ ওর মাঝেই আমি হারিয়েছি আমার সোনালী যৌবন!
আমার সরলতায় যাকে আমি আলিঙ্গন করেছি একদা,
সে আমায় শুষে নিয়ে ফিরিয়ে দিয়েছে রুক্ষ মরু।
যার বুকে খেলা করে নির্ভরতায় নিশ্বাস নিয়েছি প্রাণ ভরে,
সে আমায় বুঝিয়েছে প্রতারকও দেখতে একই রকমের হয়।
ওর মাঝে আমি ভালোবাসা পেয়েছি,
ওর মাঝেই আমি ভালোবাসা হারিয়েছি।
ও আমায় শিখিয়েছে বিস্তৃত হতে!
অথচ আমি হারিয়ে ফেলেছি আমার নিজেকে!
এই ১০৫ একর আমায় সব দিয়েছে।
এই ১০৫ একর আমার সব কেড়ে নিয়েছে।
ও আমায় ভরিয়ে দিয়েছে!
আমায় নিঃশেষ করেছে!