ফিরে আসি আমি এখানে আবার,
যেন কোথাও কখনও যাইনি কোনো বার,
এখানেই আছি বাঁধা স্মৃতির নদী ঘাটে,
নিয়ে একাকী আমার কবিতার নৌকাখানি।
কোথায় যাবো না আর আমি,
এই কথা ভাবিয়াছি মনে মনে,
একা আনন্দেতে নৌকা বেয়ে চলি,
সবুজাভ এই স্মৃতির নদী তীরে,
চিলের মতো কত উড়েছি রৌদ্রনীলে,
আকাশের ওপারে আরও এক আকাশে,
শুধুই হয়েছে ঘোরা রিক্ত বেদনায় বিরহে,
বৃথাই ঘোরা সুদূরের হরিণীর পিছে।
দেখিয়াছি কত কীট ওড়ে বাতাসে,
খেলা করে ঘাসের সবুজ বনে,
দল বেঁধে পাখীরা উড়ে যায় আকাশে,
ডানা মেলে দিয়ে অবাধ অগাদ নীলে,
ফিরে আসি আমি এখানে আবার,
যেন কোথায় কখনো যাইনি কোনো বার,
যত আনন্দ শান্তি মিশে আছে জানি,
হৃদয়ের গভীর গহন অনুভূতি সাগর তীরে।