তার গন্ধ যা মোছে না,শুকোয় না
আজ হয়ে তো গেল অনেকটা দিন
বহুবারই এরাতে চেয়েও যেন জরিয়েছি
প্রহর আজ নিস্তব্ধ,আবারও সেই গন্ধ
সেই বোবা ঝাঝ ধরা,আমি স্তব্ধ
মনে পরে এলোমেল অভিমানী যন্ত্রনা
যা আজ চেতনার খোরাক
বিষন্ন মনের মাঝারে মুহূর্ত মুহূর্ত গননা
চোখে হটাৎ মায়াবী নেশা
আর এবার তোমার আবির্ভাব
দেখছি অপলক চোখে, দেখেই চলছি
নিদপুরের বাসিন্দা শেষে।