ভাবি হায় কাহারে বন্ধু
না পাই বোধে হায়,
রিক্ত পরান মোর অনুক্ষন
ভেবে যায় ভেবে যায়।
বোধ হারা মোর মৌনতা
বাকরুদ্ধতা অকারন,
আজ এ যে বেপরয়া
মানে না বারন।
অবোধ্য এই অপূর্নতা
কেবলই বাড়ে ক্রমে,
হাড়াই ছলে পলে পলে
আমার উক্ত ভ্রমে।
ওগো সুহৃদ আমার
মনের গৃহে আস,
বোধ হারা এই মানুষ টাকে
একটু ভালোবাস।
বুঝি ভালোবাসার প্রান্ত ছুয়ে
ঘুচবে ব্যাথা মোর,
আশায় আছি কাটবে বুঝি
ক্লান্ত এই ঘোর।


                         মহুলালয় ।।১8-০৭