তোমার খোকা হইল বড় -
মস্ত শাহাজাদা ।
ভুল করলেও বকে না তাকে
বাপ ঠাকুরদাদা ।


নিয়ম করে ভাগ করে খায়
ঘুষ অথবা খাজনা ।
দলিত-দলাই পীর-পিড়ীতের
খাবার থালায় যোজনা !


প্রদেশ জেলা ভাঙ্গার পরে
দেশ ভাঙ্গার তাগিদ ;
জাত-জাতির সমুখ-সমরে
মন্দির - মসজিদ ।


বিংশ শতক, ছুটছে ঘোড়া -
তোমার খোকা সাওয়ার ।
বিক্রি হলো বীরষা-সিধুর
ভিটে-মাটি-অধিকার ।