স্বাধীনতা আছে রক্তে মিশে
স্বাধীনতা আছে মনে
স্বাধীনতা আছে হৃদয় জুড়ে
উদ্দাম যৌবনে।


শোষণ হীন হবে সমাজ
সবাই পাবে খেতে,
শিশু-শ্রম বন্ধ হবে!
তারা খেলবে আনন্দেতে।


সবার জন্য শিক্ষা হবে,
থাকবে সবার ঘর,
সুরক্ষিত জনজীবন আর
কর্মসংস্থান বরাবর।


ছাড়বে সবাই হিংসা-দ্বেষ
বন্ধ হবে হানাহানি,
পৃথিবী হবে মুক্ত সেদিন,
থামবে কাঁটাতারের হয়রানি।
        ***