আমি, আপনি, আমরা সবাই
সুন্দরবনের মালিক।


২০০৭ সালের সেই সিডর এর কথা
আমরা আজও ভুলিনি,
সুন্দরবনের জন্য আমরা
বেশি ক্ষতির সম্মুখীন হয়নি।


২৬০ কিলোমিটারের বাতাস কে
পরিণত করল ১০০ কিলোমিটারে
সুন্দরবনের গাছগুলো সব
হারিয়ে গেল নিমেষে।


সুন্দরবনের সুন্দুরী আর
রয়েল বেঙ্গল টাইগার।
চিত্রা হরিণ, বানর আর
কেওড়া, গরান, শেগুন।


সব আমাদের মূল্যবান সম্পদ।
আমরা চাই, তোমরাও চাও
সুন্দরবন আছে, থাকবে।
গায়ের ১ বিন্দু রক্ত কণা থাকতে।