এ কবিতা শেষ হওয়ার নয়,
এ কবিতায় আছে মায়া-মমতা
স্নেহ-ভালবাসা, আদার -সোহাগ
যা কিছু শেষ হওয়ার নয়।


জন্ম থেকে আজও অব্দি
এর মায়া-মমতা, স্নেহ-আদর
-এর কোন ঘাটতি নেই
দিন দিন প্রতিদিন মাত্রা বাড়ে।


সৃষ্টিলগ্ণ থেকে ২১ শতাব্দি পর্যন্ত
তার তুলনায় অন্য কিছু নেই
তবু প্রতিনিয়ত তার সাথে
অনাচার-অবিচারের মহা খেলা-


আর তিনি হলেন “আমাদের মা”।