কলম নাকি কথা কয়??
   সত্য করে ধারণ।
কলম ধারীই করেছে আমায়,
  সত্য লিখতে বারণ।
কলম নাকি নোয়ায় না শির,
  কলম নাকি বিকে না।
টাকা ক্ষমতার সামনে কেনো,
এ যুগে কলম টেকে না??
অস্ত্রের চেয়ে শক্তিশালী,
  অর্থের চেয়ে দামী।
এই সকলই আজ রূপকথা,
  সবই আজ ভন্ডামী।
কলমের মুখে কুলুপ এটে,
  স্বর নিয়েছে কেড়ে।
কলমের কাজ গোলামী এখন,
   সত্য প্রচার ছেড়ে।