জীবনের একুশ তম বসন্তের,
          তৃতীয় সন্ধ্যা।
  নীল রঙ্গা রাজ্যে তোমার আগমন।
      ক্ষুদে বার্তায় কথোপকথন।
       মস্তিষ্কের অদ্ভুত আচরন।
ঠিক পঞ্চম মাসের তেইশ তম দুপুরে,
       অসুখে রূপ নিলো সেই সুখ।
    তুমি ইতি টেনে দিয়েছিলে তাই!!!
কিন্তু আমার যে তখনো,
                  তোমাকেই চাই।
সেই যে ছোটা শুরু,লক্ষ্যহীন ছুটে যাই।
       রাত জেগেছি,খুব কেদেছি।
             কেও জানেনি।
    এখানে ওখানে কতো খুজেছি।
     কিন্তু,কোথাও দেখা মেলেনি।
আজ আমি ক্লান্ত,মরা নদীর বাকের মতো।
নীড়ে ফেরা পাখির মতো,বিশ্রাম প্রয়োজন।
      হিসেবের খাতা দেখে,
                  আর কি বা পাবো?
দেখে নিও,
    এ বসন্তে ঠিকই তোমায় ভুলে যাবো।