সীমান্তে রাধাচূড়া,
  বর্ণ  চিনি    দুরূহ সাঁঝবেলার
দৃষ্টি বিনিময়ের খেলায়
  লালমুখো সূর্য।


ভালো কবিতা পেলে দৈর্ঘ্য প্রস্থে বেড়ে যায়
অনুবাদগ্রন্থের শরীর ,
আয়তন, ঘ্রাণ
                 ঘ্রাণ এত
মফস্বলের মাটিতে।
শব্দের ক্যামোফ্লজ নিয়ে
       কাছাকাছি এলে  মনের  মানুষ।