কতবার ভিখারিকে বলেছ ফেরার পথে তোকে দেব--
ফেরাই তো আর হয় না।


সেই ভিখারি পিছু নেয়  জীবনভর...


আমদানীর ব্যাগে ভাঙ্গা ভাঙ্গা রোজগারপাতি
প্রতিদিনের জমা হয়,
পায়ের পাতায় চর্মজ ঘা,
  অদৃশ্য সেই ভিখারি পিছু নেয়
জীবনভর ,
যার আস্তিনের  গায়ে লুকানো
নিজস্ব বৃশ্চিক!


কেউ রবাব ফেলে যায়,
পরিত্রাণের কথা ভাবছ কি?