যা উপরে উঠার ,        নীচে নামারও তাই-ই
মাঝখানে বসে থাকি থিতু হয়ে,
বয়:সন্ধির  বসেআঁকো''য়  যতবার সমুদ্র এঁকেছ  
ততবার  তলিয়ে গেছে  লবণপাহাড়...
আঁজলা ভরা নুন
ঢেউগুলো  সটান এসে হুমড়ি খায় এখনও  
পিছপা হলেই এ ওর নাম ধরে ডেকেই চলে ..
   " সোপান ..." সোপান...।


বাঁশিতে সিঁড়ি ফেলে যায় পৌষের সরগম
চৌকাঠ পেরনো রাখাল দুপুর আর ফেরত আসে না।