১)
কবাডি খেলায়  মত্ত ঢেউগুলো ,
কলমীলতার শরীরে কাঁপন এলে
          ছুঁয়ে দিই তোরটা!


খুব দূরে একাকীত্বে    গ্রামসেবকের বাড়ি
মেঘগুলো আড়ি ভাঙ্গতে ভাঙ্গতে  অদৃশ্য  মিনার
আমাদের আত্মারা ভাসতে ভাসতে কখন জলশূণ্য,
অনেকেই দেখে না
   কেউ কেউ দেখে
        প্রিজম ঘুড়ি !

২)
সাদা পৃষ্ঠায়  জেল্‌পেনের কঙ্কাল
দাঁত দেখায়
কৌতুকের রং ছিটকে পড়ে দেওয়ালে,
অ্যাক্রিলিক রঙ বুঝে নেয় দশ আঙ্গুলের অস্থিরতা।
প্রিজমে আলো ফেলে যায়  শেষ কোন ট্রেন


এখনও চাঁদ নয় ,
        জমিনেই শেকড়  গাড়ি।