মাটি ও মন একত্রে এলে ভাবি ফসিল হব।
উলটানো মাশরুম ভেংচি কাটে ঝকঝকে কাঁটা ও ছুরির পাশে।


দ্বন্দ্বের আকার কখন   ত্রিভুজগাছ হয়ে ওঠে
ডালে  ডালে পাখিদের উড়তা হলুদ,


রোগাভোগা প্ল্যাটফর্ম , শালপাতার ঠোঙা উড়ে...
এখনও জঞ্জালমুক্ত হয় নি শহর!


অ্যারোমা-সবুজ লিকারে তখনও  শীতকাল  বিলিয়ে যাচ্ছে চায়ের  ভাঁড়ে  চা-ওয়ালা  সদ্য ছোঁড়াটা।
সাদাকালো ধোঁয়ায় স্থানীয় বেশ কিছু রঙ!