ঠোঁটে
ম'ম'  বইছিল  মধ্যাহ্ন ঝিলের বাতাস আর  
কিছু পুরু কথার বোঁটা আঁকড়ে
নিমফুল,
সরলতারও  চোরাশিকারী টান থাকে।


বন্ধ খাপের তরবারি সোজা ও সমান্তরাল
যতটুকু জানি,
ভালোলাগার উদ্দামদিনে
তোমাকে মনোযোগী ভেবে পা ফেলা...


জানি কিছুই পড়ে নেই... কণ্ঠস্বরও না ...
তবু প্রথামত আশ্বাস কিছু লিখে রেখে যেতে পেরেছিলাম কবিতা
ভেবে


শিমনের পোড়া দেশে এখনও লাল সূর্য উঠে!