যতবার
ফুঁ দিয়ে বৃষ্টি নামাও
ততবার প্রবল শীত অভ্যাসে
                 নীল চাদর হাতড়াই
হেমন্তের মনমরা দিনেও  ঝমাঝম বর্ষা নামে।


সবুজ   কার্ডিগানে  
           নিসর্গ অভিবাদন জানায় ...
পাকুড় গাছটায় হেলান দেয়  
                     অ্যাসাইলাম সূর্য।
ভুরুর জ্যা-মুক্ত হলে লাল বল   আকাশের দিকে ...


প্রিয়তম কোন অচেনা সমুদ্রে ঝাঁপ দিতে চেয়েছিলে!


ঠোঁটের কোণে  রেড ওয়াইন
                     ব্লাশ অন্‌  সূর্যাস্ত ,
               তোমাকে লিখি খুব ছোট করে ---
                        কণা ঈশ্বর
            
             গমদানায় ...এবং নুড়িপাথরেও।