মুঠো ছাড়িয়ে সরে দাঁড়ায়
সুস্থ সম্পর্কের দুটি হাত,
এখন লাল- মেরুণ বলে কিছু নেই
শুধুই আবছায়া অন্ধকার।


কড়কড় শব্দে বাজ পড়ে কোথাও
আর ছেঁড়ার ভেতর শুয়ে
আগুনের ললিত স্পর্ধা দেখি
ঘরামির স্বপ্ন- ছাওয়া দেয়াল চিরে।


ছাতিম ফুল শুঁকে  প্রেতিনীর মত
সাদা  ধূসর সন্ধ্যা ...


আজ  কিছু ভাঙ্গার আওয়াজ নেই
এই গ্রহের ভেতর মেয়ে জন্মায় নি বোধহয় কোথাও।