১)
বিকেল জুড়লে মেঘ, নরম চাইলে মন।


বন্যতা ভালোবাসো?
গুঞ্জরিত পাখির শব্দ লুফে নিচ্ছে এঘর  ওঘর,


ক্যালাইডোস্কোপে বন্দী রঙিন প্রতিক্রিয়া জুড়ে  
বৈকালিক  রক্তক্ষরণ...


তবু ধ্বংসস্তূপের ভেতর ক্যামোফ্লোজ
ঝোপঝাড়ে তেমনি আগেকার মতই কথা বলা।
    
২)
অনাদর  জাপটে আছে জামার শৈলীতে,
অপ্রাপ্তির কোন ভৌগলিক সীমারেখা নেই।
প্রতি দু মিনিটের নীরবতায়
যখন একটি করে সম্পর্ক ভাঙছে,


রিমলেস চশমায় তোমাকে তোমার মত করে ভাবতে শিখেছি।


গাছেদের বাকল পরার দিনে
জমাট সন্ধ্যে নামে...