১)
নেপথ্যে সেজে উঠছে হেমন্তের হিম বাগান--
আমি তো চাইছিলাম সিঁড়ির ঘরেও আলো জ্বলুক
অথচ  গোটা ছাদটাই কেমন  উড়ে গেল
ল্যাজকাটা ঘুড়ির পেছনে।


বকখালির সমুদ্র ফেলে এসেছ যেদিন মধুচন্দ্রিমায় ।


২)
অপশনের খাতায় লিখি  " ইতি কবিতা---
যেভাবে মোচড় দেয় গদ্যময় শব্দেরা
           কালি ও কলমের আঁচড়ে।


লালাবন্দী  জমাট বাঁধে কড়াপাক কিছু কথা!