সব হারানোর ভয়টাই মরিয়া করে তোলে শেষ অব্দি---


ঝাঁপখোলা বৃষ্টি--
যখন তখন লুকনো ইচ্ছে ফাঁস করে দেয় প্রকৃতি,


মন্ত্রোচ্চারণের মত শোনায়
প্রার্থনার পাশে শ্লোকের ওম


আগুনে  পোড়া দু-চারটে অক্ষর
অমোঘ কেঁপে ওঠে শব্দের অন্তর


দুরের শহর ঝাপসা এখন স্মৃতিতে
মোহর-মাখা সবুজে নস্টালজিক সুর।


ছবির দুর্বোধ্যতা  একসময় কবিতা হয়ে ওঠে..


যুদ্ধ নয় , আদরের কথাই ভাবছিলাম
যখন পাতার আড়াল হল চাঁদ।