১)


পাখিটি ফুড়ুৎ ফেলে গেলে পেঁপেপাতার ঘুম কেঁপে যায়।


প্রিয় মানুষের হাত ধরে রুমালি রোদ
পৌঁছে গেছে দোরগোড়ায়...
শিউলি হাত ছোট্ট ছোট্ট বাসনার কাছে মেলে ধরা।


খামের ভেতর থেকে বেরিয়ে আসবে অনর্গল শিশির।
শুভেচ্ছা   রাত পোহানো শারদপ্রাতের।


আমার নয়ন- ভুলানো এল বলে।


২)


তর্পণের  জল থেকে    উঠে আসা মাংসল ডানার ঘ্রাণ ...
নিঃসঙ্গ  পুরুষ একাকী ক্রমশ ব্যাধ হয়ে ওঠে।


প্রশ্বাসে ভারি হয় মিহি রাত বুনন,ঢেউ ঢেউ তন্দ্রা ফিরিয়ে দিচ্ছে ঘুমগুলোকে।


জ্যোৎস্নার তীরে বসে আদর আদর খেলা


দ্বিতল সমুদ্রে ডুবে যাওয়া আগুনের সানকি।