একটা হলুদ আলো ফেলে
আংটির ভেতর দিয়ে গলে যাওয়া সূর্য ... অনাদি সসীম
চারণভূমির ওপারে
          স্থিরবিন্দুতে সবাই
ঈশ্বর  এবং মানুষ , ত্রিভুজাকৃতি  গাছেরা...

খানিকটা আঁধার এবং কল্পনা মিশিয়ে...
একই জায়গায় দাঁড়িয়ে
         প্রত্নশালার মশালও।

স্থানচ্যুত হয়েছি আমি-ই
ইকোফ্রেমের বাইরে উড়ছে  সামিয়ানার ফ্যাকাশে হলুদ

ম্লান...
আরো ম্লান  অগস্ত বিকেলের দিকে।