কোন কোন রাত   বৃষ্টিপাতকেও হার মানায়--  

অন্ধ অনুশীলনের কাছে   হেরে যায় ধারাপাত ...! ক্ষিদের কাছে আগুনের গনগনে হাত,

উপরে উঠে যাও   ...যতটা উপরে গেলে পোয়াবারো।

আমিও চাই কেউ এসে দরজা খুলে দিক

আর লাল-নীল-হলুদ পাখিগুলো
উড়ুক রংবাহারি,
প্রাচীন  মেঘের দরবারে ...

হতবাক্‌  পাখিবিক্রেতা
পাঁজরে রাখ আঙ্গুল,

আজ আর কেউ বারণ শুনবো না...নাহ্‌।