মধ্যরাতেও স্যান্ডউইচ-এ ভাগ বসায় কেউ।


এক মুসাফির বিরহ ফের বাসা বাঁধে। বিষাক্ত সালফারের স্রোত বইছে বাইরে এবং ভিতর। বৃষ্টি তার অপর নাম।


দেয়াল জুড়ে শরীরের অন্য ছায়া। গলে যাওয়া মোমের থেকেও প্রাচীন। নাম তার সহিষ্ণুতা ।
আমাকে বলেছিলে প্রাচীন গোপিনীদের কথা।


যেভাবে রাত্রি ছোঁয় পাইনের বন।শালফুল মানেই বন্যতা।
......
তুমি ছুঁয়েছিলে
মহুল
আর লালপাহাড়ীর
     তাল তাল নির্জনতার লাগাম ছুঁয়ে অন্য কেউ ...


অন্য কোথাও ...