সরলতায় যখন বক্রতা মেশে --


গোসাপের লেজ ধরে বিয়োগের রাস্তা  
যোগচিহ্নে বাড়ি ফেরা


প্রচুর মিথ্যা থেকেই উঠে আসে মিথ
এবং  আমাদের নিজস্বী


স্পর্শকাতর বলে কিছু নেই
এক এক চোখ যখন এক  একরকম কথা বলে।


চৌরাহার  সিগন্যাল ধুয়ে গেছে বৃষ্টিতে
জেব্রাক্রসিং –এ দেখেছি মৃত কুকুরের লেজনড়া


মনে পড়ে ভাঙ্গন দিনের নদীপার, লাল কাঁকড়ার অলঙ্ঘ্য স্থূলতা আর কলমিশাকের নুন পান্তা,
দাঁত নখ ভেঙ্গে কতটা নির্বিকার শ্বাপদ হওয়া যায় অন্ধকারের থেকে শিখেছি।