ধূলোঝড়ে সতর্কবার্তা,  সাইরেনে বিষাদবেহালার সুর
কোমোডো ড্রাগনের মত    
মৃত্যু ঘুরে বেড়ায় চারপাশে,      

এক অনিশ্চিত সফরকাল হল জীবন।
...
দেখেছি কচুরিপানায় একঘেয়ে  বহমানতার  ইঙ্গিত,
রুমাল থেকে  বেরিয়ে গিলিগিলি বেড়াল
দিব্যি চেটেপুটে খেয়ে নিচ্ছে
আমাদের দৈনন্দিন এঁটোকাঁটা, অভ্যাসবশে!

আমরাই আমাদের মত হতে পারি নি-
মুষ্টিবদ্ধ হাত আস্ফালনে ,অথচ
গাছের লতানো অংশের মত
   শিরদাঁড়াটাই কেন নুয়ে আসে বল তো?