হাতের নীলবর্ণ রেখায় কার ছায়া? কার ছায়া?
বুঝিনি তো
চেটো ফুটে বেরিয়েছে আলোর দ্রুম, জ্যোৎস্নার মিটমিটে অবসর
আগুন জ্বেলে যায় বিছানায়
জল-বাহিত খামে ফুটে উঠে
বিরহের কারনামা
না-দেখার মত করে চেয়ে রই ।
এটুকু বুঝে নিই, যেটুকু আমার প্রাপ্য
বধ্যভূমির দিকে ছুঁড়ে দিই হাতের গোলাপ, শিশিরেও আগুন জ্বলে!
প্রেম-বঞ্চনার পাশে সহজ আর্তিও ফেলে গেছে প্রাক্তন
অস্বচ্ছ ফুলদানির কাঁচে বে নী আ স হ ক লা
তাকে ভাবছি, তার কথা লিখি না