১)
ভালো লাগে আকাশের ডানপিটে নীল ...নীলের ধরণটাই
এখনও জানলা খোলেনি পাখিঘর, বাইলেন ,ঝাড়ুদারের সকাল
ফোড়নগন্ধ, প্রতিবেশী,
ভেতরবাড়ি, উঠান
রাতের বিপর্যস্ত বিছানা অবরোধ তুলে নিয়েছে
বাতাসে মোম গলে যায় ... খর রৌদ্র ...
শীতলপাটি গুছিয়ে নিচ্ছে বাতাবি ফুলের ম’ম’... হলুদ
তবু তো বসন্ত
নিজেকে কুড়োনোর সুখ এ বেলাই।
২)
এত খনন!
আশ্চর্য খোঁড়াখুঁড়িতে উঠে আসছে সারাইয়ের রাস্তাঘাট,
ধূলো তো হবেই
বইয়ের তাক, সিডি র্যাক, জুতোর ধুলো
ঝেড়ে ফেললেই ঝাঁ- চকচকে
কিন্তু সম্পর্কে ?
যেখানে পা পড়বে ঘোর বিপর্যয় ... রেবেলাস
ধিকিধিকি আগুন জ্বালাবে ...
জ্বালাবেই আগুন
অতএব?