কষ্ট আমার বুকে
সোহেল রানা আশিক।

কষ্ট যেন আমার বুকে
ঠিক বেঁধেছে বাসা,
তাইতো আমি হারিয়ে ফেলি
হঠাৎ মুখের ভাষা।

কষ্ট যায় কষ্ট আসে
তাইতো থাকি দুখে,
কষ্টে ভরা জীবন ধরা
কষ্টের ছাপ মুখে।

কষ্টের মাঝে বসত-বাড়ি
কষ্টে আমার বাস,
কষ্টগুলো কৃষক হয়ে
করছে বুকে চাষ।

সুখ বারতা কোথায় পাবো!
কষ্টের বাজে সুর,
আঁধার দেখি দুই নয়নে
নেইকো সুখের নূর।