আর ফেরা হবে না
ফেরিঘাটের নিচের কানায়
এখন তো জোয়ার জল
ফিরিয়ে দেবে না আঁচল
আর ফেরা হবে না জয়পুর জঙ্গল
রাত বেরাতে অবুজপুর দমকল
এখন তো পাতা ঝরে শুকিয়ে বাদামি
আগুন আর কালো ধোঁয়া সুনামি
এবার কি হবে ময়াল ?
সব দিক তো খোয়ালে ।
জঙ্গলের আগুন সব খেল ।

আর ফেরা হবে না
তাওয়াং শহরে মানা
কোথায় যাই বলো, কোন চুলোয় ?
কাফনে না পথের ধুলোয় ।
ফকির সাঁই বাড়ির রাস্তা কোনটা
আলু বেগুন জিরা হলুদের রাস্তাটা ?
ফিরলে চাটাই না আদরের কোল
না, পোস্ত বাটা মাগুর ঝোল ।


তবু আর ফেরা হবে না ।



খাতরা, বাঁকুড়া, প ব 722140
28 04 2017