আদ্যকথা থেকে উৎসারিত ঋতুরেণুর সঞ্চয়ন;
ক্যালিডাস সলের জ্যোতিষ্কবাষ্পের ঘনীভূত মেঘপুঞ্জ,
অনুষ্ণ ভূর্জপত্রের সুস্পষ্ট ইঙ্গিতে মোহিত পূর্বসূরি,
জলনিধির কৃষ্ণসত্বা, ইজিরের গর্বিত দৌহিত্র
হাইমডালের উচ্চনিনাদভিষিক্ত তূরীয় শৃঙ্গার —
শিরাউপশিরায় রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনিত মহাস্বন।
অতিপ্রাচীন পৃথিবীর ফসল বুনবার ঠিক পরেই
জন্ম পরাক্রমী স্ক্যান্ডিনেভিয়ার জিলফি সম্রাটের, —
শাণিত তরবারিতে স্ফুরিত অয়সের জটিল অগ্নিভাষা,
মুসপেলহাইমের অর্চিনির্মোকে নবজন্মা ধরিত্রীর ক্রন্দন,
সোচ্চার পেখমগাত্রের ঝলকে গরূৎযূথ উড্ডীয়মান;
তরুণ অর্কের কিরণের আতপস্নাত পৌরাণিক মর্মদেশ,
লোকির বিরূপাক্ষ নেত্রের জলবিন্দুহীন কুটিল রোদন,
মৃত ও বৃদ্ধের ভূমন্ডলে নির্বাসিতা হেলের আত্মবিলাপ,
স্ব ও পরের নিদারুণ ঐহিক কুলবৈরে জাগ্রত রসায়ন।
নিনির্লেখ কল্পনায় ইগদ্রাসিলের গুঁড়িময় সুপ্ত প্রসারণ,
নববিশ্বের সুসংবদ্ধতার অন্তিম জলপথ, হে ভস্মবৃক্ষ !
পুরামৃগের অনন্তব্যাপী বিচরণক্ষেত্র, অংশুমালীর চতুঃদশা,
নিষ্কল ভাগ্যকর্ষিতা; রাগনারকের দুই উদ্বর্তীর পরিমিত শ্বাসে
প্রসব-সম্ভাবনা, স্রংস উপত্যকার গভীরে ফ্ল্যুমেন গিরিখাতে।


পাদটীকা:
১) ক্যালিডাস : ল্যাটিন শব্দ Calidus, অর্থ উষ্ণ বা তপ্ত
২) সলের : ল্যাটিন শব্দ Sol, যার অর্থ সূর্য
৩) ইজির : প্রাচীন নর্স শব্দ Aegir, নর্স পুরাণ অনুযায়ী এক শক্তিময় সমুদ্রসত্তা
৪) হাইমডাল : প্রাচীন নর্স শব্দ Heimdallr, নর্স পৌরাণিক বিবরণ অনুযায়ী এক শক্তিশালী দেবতা যিনি ইজিরের দৌহিত্র ও উচ্চনিনাদি গালারহর্নের অধিকারী
৫) জিলফি সম্রাট : প্রাচীন নর্স শব্দ Gylfi, কিংবদন্তি সম্রাট জিলফি ছিলেন পুরাতন স্ক্যান্ডিনেভিয়া সাম্রাজ্যের অধীশ্বর
৬) মুসপেলহাইম : প্রাচীন নর্স শব্দ Muspelheim, নর্স পৌরাণিক বিবরণ অনুযায়ী নয়টি বিশ্বের একটি ও সূর্যের ন্যায় সদাঅগ্নিময়
৭) হেল : প্রাচীন নর্স শব্দ Hel, নর্স পৌরাণিক সত্তা হেল ছিলেন দেবতা লোকি-র কন্যা ও মৃতলোকের অধিষ্ঠাত্রী
৮) ইগদ্রাসিল : প্রাচীন নর্স শব্দ Yggdrasil, এটি একটি নর্স পৌরাণিক মহাবৃক্ষ যা নয়টি বিশ্বের সংযোগস্থল ও খুবই পবিত্ররূপে খ্যাত
৯) রাগনারক : প্রাচীন নর্স শব্দ Ragnarok, পৌরাণিক বিবরণী অনুসারে একটি সর্ববিধ্বংসী ঘটনাক্রম, যাতে অনেক দেবতার মৃত্যু হয় ও সমগ্র বিশ্ব সমুদ্রে নিমজ্জিত হয়; কেবল দুজন মানব-মানবী ‘হোডমিমিস হোল্ট’-এ গোপন থেকে আত্মরক্ষা করে মানবতাকে বাঁচিয়ে রাখেন
১০) নাইফেলহাইম : প্রাচীন নর্স শব্দ Niflheim, এর আক্ষরিক অর্থ 'কুহেলিকা নিকেতন', এটি নর্স পৌরাণিক বিবরণ অনুযায়ী নয়টি বিশ্বের একটি ও কবিতায় এটির স্রংস উপত্যকা মানবতার নবজ্জীবনের স্থল