বাঁশি বাজে ওই দূরে অদূরে…
তবু হৃদয় হাসে তার অ'নাগমে।
হৃদয় আজ মুখরিত তানের শব্দে-
নৃত্য-শালায় বাঁজছে অমৃতের সুর-সংগীত!
আজই আনন্দে মেতেছে সবার মন
তাই ভালোবাসার গান গাই সারাক্ষণ।
কিন্তু হারিয়ে গেছে আমার নুপুর;
নৃত্যে মেতেছে সমগ্র সখী মধুপুর।
তবুও নুপুর ছাড়াই আমি নাচবো-
মনেতে যে বেঁধেছে মোর প্রেমের নুপুর।