তুমি আজ নেই বলে,
স্বপ্নেরা আজ কল্পনাহীন।

তুমি আজ নেই বলে,
সত্যতা আজ অন্তহীন।

দুঃখে মগ্ন এ জীবনে,
দুচোখে আজও স্বপ্নভঙ্গ।

তুমি আজ নেই বলে,
আমার অহংকার বাকরুদ্ধ।

তুমি আজ নেই বলে,
কবিতার ভাষা আজও নিঃশব্দ।

মনের মহা নিদ্রায় ডুবে,
আজও আছি তোমার অপেক্ষায়...