কখনো না কখনো আমরা সকলেই লিখেছিলুম,
কিন্তু মজার বিষয় কী হলো জানো...

আমরা কেউ কেউ ভেবে চিন্তে লিখেছিলুম,

কেউ কেউ দেখে শুনে লিখেছিলুম,

আবার কেউ বা হয়তো বেঁচে-বর্তে লিখেছিলুম l

তাই তফাৎটা রয়ে গেল অজান্তেই...