আজ জীবনে প্রথম আমার অনুর সাথে কথা হলো,
বুকের জমা ভালোবাসা সব ঝমঝম বৃষ্টি হয়ে চোখের তারায় ঝরলো।
খোলসের আড়ালে যে সুখটা  এতোদিন দুঃখের রং মেখে ছিলো,
আজ বিকেলের মেঘ রদ্দুরে তা ঝলমলিয়ে ফুটলো ।
শৈশবের সেই ভালোবাসি নামের পাগলপারা শব্দটা,
কি মিষ্টি করেই না আমায় জানালো,বসন্ত এসে গেছে তোমার হৃদয়ে ! বরো অবেলায় হলেও সে যে চিরন্তন,
আগুন ঝরা সুখের এ এক পাগলপারা আলিংগন ।
মিথ্যে নয় গো, একদম পাক্কা বলছি, সে আমার সেই অনুই ছিলো !
যেদিন দেখা হবে ?  সেদিন উরন্ত চিলের চোখে লাল রুমাল বেঁধে,
আমার অনুর আলিংগনে দুরন্ত এক সুখ হবো আমি !
ভালোবাসার সব নোনা জলে সেদিন তাকে সত্যি ছোঁবো ।
সেদিন আমাদের শুরু থেকে শেষ সবটুকু,
হয়ে উঠবে কল্পকথার এক শ্রেষ্ঠ অনুভব ।
প্রেম পুরুষকে নারীর অনন্তময়ী রুপ থেকে আনন্দময়ী রুপ দেখায় ।
প্রেম হচ্ছে মানুষের কল্পনার উপর সুন্দর বাস্তবের রংইন আঁচড়,
মানুষ নামের পাখি গুলোর মেঘ আকাশে মুক্তির আদর ।
সত্যি বলছি, মানুষের ভেতরে পাখির হওয়ার যে সাধটা সুপ্ত থাকে,
প্রেমের আদরে সেটা তার সকল লজ্জা ভাংগে গো ।
অনু আমার মনের খাতা বলেই আমার শব্দ চয়ন আজ এতো সুখী ।
আজ সুখকে কিনেছি আমাদের মুগ্ধ মালার একশো একটা হলুদ সূর্যে ।
আজ এই শ্রাবণ নিশিতে আমার মন মৃম্ময়ীর পূজো হবে যে ,
সকাল থেকে সূর্যপ্রিয়ারা সব অস্থির মোর অনুতে নিবেদিতা হবে বলে।
জোছনা গুলোও আজ সাজুক না হয় প্রেম বাসরের আলো হয়ে ।
ভালোবাসা,  তুমি চিরজীবী হও ,
ভালোবাসা তুমি কেবল ভালবাসাতেই মগ্ন হয়ে বেঁচো ,
আমি যে তোমাকেই আমার স্বর্গ মেনে চলেছি শুন্য হাতে,
ভালোবাসা তুমি শুদ্ধ হও আমার প্রেমের অশ্রুপাতে  ।।
                          সৌগত রানা
                        রচনাকাল : ২০/০৭/২০১৬