অক্ষরগুলো ক্রমশ ছড়িয়ে পড়ছে সপ্তপর্ণা ।
অনুভূতিগুলো ছিঁড়তে ছিঁড়তে বেরিয়ে পড়েছে মাঝের একটা মস্তবড় ফাঁক।
বালাসন পার করলে যেভাবে শহরটা পর হয়ে যায়
সেভাবেই বেড়ে চলেছে দূরত্ব।
তাকে সে কথাটা কখনও বলে উঠতে পারিনি।আসলে, গোপনে গোপনেই বড় ভালোবাসি।
শুনেছি, ভালোবাসা পেলে প্রতিটা পুরুষ হয়ে ওঠে অপ্রতিরোধ্য
তাই অনিশ্চিত সম্পর্ক বয়ে চলেছি...
বিপন্ন ভালোবাসায় - গভীরতা খুঁজতে গিয়ে
ছুঁয়েছি আরও অতল সম্পর্কের স্পন্দন।
সম্পর্কের কোন দূরত্ব হয় না –
বরং দুরত্বে সম্পর্ক বেঁচে থাকে, ভালো থাকে – সপ্তপর্ণা ।
এভাবেই সম্পর্কের মানে বুঝিয়েছিল আমায়।



বিঃদ্রঃ - বহুদিন পর আবার আমার প্রিয় কবিতার সংসারে এলাম। ঠিক কতদিন পর এলাম মনে নেই। দেখলাম অনেক নতুন কবি বন্ধু যোগ দিয়েছেন। তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক পূরানো কবি বন্ধু, অগ্রজকে দেখে ভালো লাগলো । অনেককে আবার খুঁজে পেলাম না। যাই হোক । আবার আগের মতন নিয়মিত আস্তে পারব কিনা জানি তবে থাকার চেষ্টা করব।