বিপদসীমার ওপর দিয়ে বইছে প্রেম
থারমফ্লাক্সের উষ্ণতায় ঘনীভূত দুটি সত্ত্বা;
একে মৃত্যু দুয়ে ভালোবাসা !
নির্ধারণ করাটা কতটা সমুচিত
সে আলোচনা বা পর্যালোচনা বরং তোলা থাক
আলমারির সিফন শাড়ীর ভাঁজে ।
মুখোমুখি দুটো ঠোঁটের মাইল মিটারে
যতিচিহ্ন ! অবান্তর প্রশ্ন কেন হে ?
এখানে কি কেউ মানুষ নেই ?
রেজাউল – তাহের – বন্যারা
ঘুমিয়ে রয়েছে স্রোতস্বিনী কবিতায় !
নুরি পাথর কুড়িয়ে নেওয়া যাক
আসন্ন মৃত্যুর লিপ্সায় !
তবুও প্রেম, বিপদসীমার উপর দিয়ে বইছে
একে ভালোবাসা দুয়ে মৃত্যু !
সাইনবোর্ড মুছে দেওয়া হল ।।